টাঙ্গাইলে ‘আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করনীয়’ শীর্ষক কর্মশালা

কে এস রহমান শফি, টাঙ্গাইল: বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে ‘আউশ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আহ্সানুল বাসার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান। কর্মশালায় কৃষি কর্মকর্তা ও মাঠ পর্যায়ের শতাধিক কৃষক অংশ গ্রহণ করেন।