
এগ্রিলাইফ২৪ ডটকম:দেশের ফিড শিল্পে সুপরিচিত শিল্প প্রতিষ্ঠান আদনান এগ্রো লিমিটেড-এর আয়োজনে গাইবান্ধার সুন্দরগঞ্জে "শীতকালীন খামার ব্যবস্থাপনা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) সুন্দরগঞ্জের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের সহযোগীতায় আয়োজিত দিনব্যাপি এ সেমিনারে প্রায় ৫০ জন খামারী অংশগ্রহন করেন।
সেমিনারে বক্তারা বলেন দেশের উত্তরের জেলাগুলিতে এখন প্রচন্ড শীতের প্রকোপ। এসময়ে বেশ মনোযোগ সহকারে খামারের বাসস্থান, বায়ুচলাচল/ভেন্টিলেশন, লিটার ব্যবস্থাপনা, ব্রুডিং, খাদ্য, পানি ব্যবস্থাপনাসহ ভ্যাক্সিনেশন, মেডিকেশন এসব বিষয়গুলির দিকে সূক্ষ দৃষ্টি রাখা প্রয়োজন। এজন্য খামার ব্যবস্থাপনা সংক্রান্ত সঠিক ধারণা ও কারিগরী জ্ঞানগুলি খামারীদের থাকা আবশ্যক।
বক্তারা আরো বলেন, শুরু থেকে প্রাণিসম্পদ সেক্টরে আদনান এগ্রো বিভিন্ন পর্যায়ের খামারীদের নিকট কারিগরী সহায়তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে এবং ভবিষ্যতে তার ধারা অব্যাহত থাকবে।
দিনব্যাপি আয়োজিত এ সেমিনারে উপস্থিত খামারীরা আদনান ফিড-এর ফলাফলে ব্যাপক সন্তোষ প্রকাশ করেন এবং মাঠ পর্যায়ে তাদের কারিগরী সহায়তার প্রশংসা করেন।
সেমিনারে আদনান এগ্রো লিমিটেড-এর ডিজিএম ডাঃ কাওছার আহমেদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (কাস্টমার সার্ভিস) ডাঃ শ্যামল কুমার সরকার, ডেপুটি ম্যানেজার (সেলস্) মোঃ আবু সাইদসহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন



















