জামালপুরের সরিষাবাড়িতে ইয়ন ফিডের লেয়ার খামার ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

মোঃ রাজু আহমেদ:দেশের অন্যতম প্রধান এগ্রোবেইজড প্রতিষ্ঠান ইয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ন ফিডের উদ্যোগে জামালপুরের সরিষাবাড়িতে প্রায় ৫০ জন খামারী নিয়ে ‘লেয়ার খামার ব্যবস্থাপনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ ১৮ ই জানুয়ারি সিয়াম পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনের সহযোগীতায় আয়োজিত উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ন ফিডের আরএসএম জনাব কামাল আহমেদ, টিএসআই শাহিনুল ইসলাম ও ডাঃ গোলাম আহসান সহ মাঠ পর্যায়ের অন্যান্য কর্মকর্তারা।

সেমিনারে নিরাপদ মাংস, ডিম, দুধ ও মাছ উৎপাদনের জন্য ইয়নের উৎপাদিত নিরাপদ প্রাণি খাদ্যের ব্যবহার বিধি নিয়ে আলোচনা করা হয়। শীতকালে লেয়ার খামার ব্যবস্থাপনায় কি ধরনের জটিলতা হয় এবং তার সমাধান কিভাবে করবেন তা নিয়ে আলোচনা করেন ডাঃ গোলাম আহসান।

ইয়ন গ্রুপ শুরু থেকে কৃষি সেক্টরে কিভাবে বিভিন্ন পর্যায়ের খামারীদের সহায়তায় মাঠ পর্যায়ে কাজ করছে এবং ভবিষ্যতে তার ধারা অব্যাহত থাকবে তার ধারনা দেন আরএসএম কামাল আহমেদ।

পরিশেষে খামারীরা ইয়নের ফিড, মেডিসিন ও টেকনিক্যাল সহায়তার প্রশংসা করে সেমিনার সমাপ্ত করেন।