ঝিনাইদহ সদরে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী পরিদর্শন করলেন কৃষিবিদ এ কে এম ম‌নিরুল আলম

এগ্রিলাইফ২৪ ডটকম:ঝিনাইদহ সদর-এর আড়ুয়াকান্দি গ্রামের পোড়াহাটি ব্লকের মধুপুর এতিমখানায় অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্প এর আওতায় প্রদর্শনী পরিদর্শন করলেন কৃষিবিদ এ কে এম ম‌নিরুল আলম,প‌রিচালক, স‌রেজ‌মিন  উইং, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর, খামারবা‌ড়ি, ঢাকা।

শুক্রবার (৫ অক্টোবর) পুষ্টি বাগান পরিদর্শনকালে তিনি পুষ্টি বাগানটি সফল বাস্তবায়ন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পারিবারিক পুষ্টির চাহিদা পুরণে কালিকাপুর মডেলটি উপজেলায় কৃষকের মাঝে সম্প্রসারণের আহবান জানান। পরিদর্শনকালে তার সাথে আরো উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল আমিন, অতিরিক্ত পরিচালক, ডিএই, যশোর অঞ্চল, মোঃ আজগর আলী, উপপরিচালক, ডিএই ঝিনাইদহ, উপজেলা কৃষি অফিসারবৃন্দ, এইওগণ।

ডিএই ঝিনাইদহ-এর উপপরিচালক মোঃ আজগর আলী জানান, পারিবারিক পুষ্টির চাহিদা পুরনে কালিকাপুর মডেলে ঝিনাইদহ সদর উপজেলায় অত্র প্রকল্পের আওতায় বেশ কয়েকটি পুষ্টি বাগান স্থাপন করা হয়েছে এবং সফলভাবে বাস্তবায়ন ও সম্প্রসারণ হচ্ছে।