আমনের ফলন ও দাম একই সাথে দুটো লাভে ঝিনাইদহের কৃষকদের মুখে হাসি ফুটেছে

এগ্রিলাইফ২৪ ডটকম:উৎসবমুখর পরিবেশে আগাম জাতের সোনালী ফসল ঘরে তুলতে আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। স্বল্পকালীন ধানের চাষ করে কর্তনসহ ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। ধানের ফলন ও দাম ভালো পাওয়ায় একই সাথে দুটো লাভে কৃষকের মুখে হাসি ফুটেছে। বর্তমানে প্রতি মন ধান ১২০০ টাকা থেকে ১২৫০ টাকা দরে বিক্রয় হচ্ছে এলাকার হাট-বাজারগুলিতে।

আমন ধান কাটা-মাড়াই শুরু উপলক্ষে শুক্রবার (৫ নভেম্বর) ঝিনাইদহ কৃষি অফিসের আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার গ্রামে দুধসর গ্রামের অপূর্ব বিশ্বাস-এর ক্ষেতে ব্রিধান-৪৯ জাতের পাকা ধান কেটে শস্যের নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ এ কে এম ম‌নিরুল আলম,প‌রিচালক, স‌রেজ‌মিন উইং, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর, খামারবা‌ড়ি, ঢাকা।

নমুনা শস্যে দেখা যায়, রোপা আমন ধানের শস্য কর্তন শেষে হিসেব করলে দেখা যায় প্রতি হেক্টরে চাউল উৎপাদন হবে ৩.৫৮ মেট্রিকটন। এসময় উপস্থিত কৃষকগণ প্রাপ্ত ফলনে সন্তোষ প্রকাশ করে বলেন, ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামী বছর এ জাতের ধান আরও ব্যাপকভাবে তারা চাষ করবেন।

নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে মোঃ জাহিদুল আমিন, অতিরিক্ত পরিচালক, ডিএই, যশোর অঞ্চল, মোঃ আজগর আলী, উপপরিচালক, ডিএই ঝিনাইদহ, উপজেলা কৃষি অফিসারবৃন্দ কৃষি সম্প্রসারণ অফিসারবৃন্দ সহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

ডিএই ঝিনাইদহ-এর উপপরিচালক মোঃ আজগর আলী জানান কৃষকদের যেকোনো কাজে সবসময় পাশে থাকবে ঝিনাইদহ কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।