দামুড়হুদায় গ্রীম্মকালীন বারি টমেটো-৮ এর উপর মাঠ দিবস

মো.জুলফিকার আলী:বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুষ্টিয়ার সরেজমিন বিভাগের আয়োজনে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশে গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও কমিউনিটি বেসড পাইলট প্রোডাকশন গ্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় বারি কর্তৃক উদ্ভাবিত গ্রীম্মকালীন টমেটো-৮ এর উৎপাদন ও সম্প্রসারণ বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় এক মাঠ দিবস গত ২৯ অক্টোবর-২০২১ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.মনিরুজ্জামান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব, মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), কুষ্টিয়ার সিনিয়র সায়েন্টফিক অফিসার কৃষিবিদ ড. জাহান আল মাহমুদ সজল প্রমুখ।

সিনিয়র সায়েন্টফিক অফিসার কৃষিবিদ ড. জাহান আল মাহমুদ সজল বক্তব্যে বলেন, বারি-টমেটো-৮ জাতের প্রতিটি গাছে ২৫-৩০টি ফল ধরে। চারা লাগানোর ৮০-৮৫দিনের মধ্যে ফল পাকতে শুরু করে। প্রতিটি ফলের ওজন ১০০-১১৫ গ্রাম ফলের রঙ হালকা লাল। ফল মাংসল এবং ফলের ত্বক অত্যন্ত পুরু ও শক্ত। সংগৃহীত পাকা ফল ঘরের তাপমাত্রায় ১৫-২০দিন সংরক্ষণ করা যায়। গাছ  প্রতি ফলন ২.৫- ৩.০।

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ কর্মকর্তাবৃন্দ ও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাসহ প্রায় শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।