বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষ্যে ডিম বিতরণ করলেন রাবি উপাচার্য

এগ্রিলাইফ২৪ ডটকম:বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষ্যে ১০ অক্টোবর সকাল ৯ ঘটিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এর সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩০০০ ডিম বিতরণ এর আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য দপ্তরের স্টাফদের মাঝে ডিম বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মaসূচী শুরু হয়। এই কর্মসূচীতে  রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ও বিশ্ব ডিম দিবস উদযাপন এর আহ্বায়ক প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সারদার, মুখ্য আলোচক ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোঃ মাহবুবুর রাহমান, ড. মোঃ আখতারুল ইসলাম,ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক, ড. রাশিদা খাতুন, ড. মোঃ হেমায়তুল ইসলাম সহ দপ্তরের স্টাফগন উপস্হিত ছিলেন।