লক্ষ্মীপুর সদরে করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ

এগ্রিলাইফ২৪ ডটকম:করোনা সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক ডেইরি খামারিরা। খামার মালিকরা করোনাকালীন বাজারে তাদের খামারের উৎপাদিত পণ্যের দাম কম পাচ্ছেন। অন্যদিকে খামারের প্রাণীদের খাদ্যের দাম দ্বিগুণ হারে বেড়ে গেছে। তবে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদর গত ৮ জুলাই করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক খামারিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে গো-খাদ্য বিতরণ করে। এসময় উপস্থিত ছিলেন ইউএনও, জনাব মোহাম্মদ মাসুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ যোবায়ের হোসেন, পিআইও জনাব মোশাররফ হোসেন, এফএফ ইমতিয়াজ এবং বিভিন্ন ইউনিয়নের এলএসপিগণ।

খামারিরা বলেন, তাদের খামারের অবস্থা ভালো নয়। কোনোমতে টিকে আছে সেগুলো। খামারের খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণ, সহজ শর্তে ঋণ, ভর্তুকি দিয়ে খামারগুলোকে টিকিয়ে রাখতে সরকারের কাছে জোর দাবি তাদের।