পঞ্চগড়ে মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রন ও বালাই ব্যবস্থাপনা শীর্ষক চাষি প্রশিক্ষণ

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশে মান সমৃদ্ধ বীজ আলুর উৎপাদন বৃদ্ধি করতে প্রয়োজন যুগোপযোগী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন। এসব বিবেচনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( উপপরিচালক (টিসি), বিএডিসি হিমাগার, পঞ্চগড়ের) কর্তৃক আয়োজিত হলো বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মান নিয়ন্ত্রন ও বালাই ব্যবস্থাপনা শীর্ষক চাষি প্রশিক্ষণ। মানসম্পন্ন বীজ আলু উৎপাদন, সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে ২ দিন (১৩ ও ১৪ জুন) ব্যাপী চাষী ও ডিলার প্রশিক্ষণে এলাকার চাষী ও ডিলাররা অংশগ্রহন করেন।

কৃষিবিদ মোঃ আব্দুল হাই ( উপপরিচালক (টিসি), বিএডিসি হিমাগার, পঞ্চগড়ের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাজেন আলী মন্ডল ( অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিপি ক্রপস), বিএডিসি, ঢাকা) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুভাষ চন্দ্র ঘোষ ( যুগ্ম-পরিচালক ( মান নিয়ন্ত্রণ),  বিএডিসি, ঢাকা)।

প্রশিক্ষণ শেষে অতিথিবৃন্দ বীজ আলুর মান যাচাই-বাছাই করেন।