বরগুনায় ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রে শুভ উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম:দেশব্যাপী করোনা(কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে বরগুনায় ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন বরগুনা জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উদ্বোধনী এ কার্যক্ররম আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলার বিভিন্ন পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ ও ডেইরী ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি ও নেত্রীবৃন্দ। ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মুরগী বিক্রয় কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।