প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে টাঙ্গাইল শহরে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মুরগী বিক্রয় কার্যক্রম শুরু

এগ্রিলাইফ২৪ ডটকম:প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহায়তায় ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মুরগী বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় পয়েন্টে জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রত্যক্ষ তত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী কার্যক্রমে টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।

করোনাকালীন সময়ে মানুষের দোরগোড়ায় দুধ, ডিম ও মাংসের যোগান দিতে এবং প্রান্তিক খামারীদের নায্য মুল্য নিশ্চিত করতে জেলা প্রাণিসম্পদ দপ্তর, টাঙ্গাইল-এর এ কার্যক্রম শহরের আরো তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলার দায়িত্বপাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তারা। ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মুরগী বিক্রয় কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।