ধানে মাজরা পোকার সমন্বিত দমন ব্যবস্থাপনা

সমীরন বিশ্বাস: মাজরা পোকার মথঃ(Rice Stem Borer) মাজরা পোকা ধানের জন্য অত্যন্ত ক্ষতিকর। আবহাওয়ার অবস্থাভেদে মাজরার জীবনচক্র সম্পন্ন হতে সময় লাগে ৫২-৭১ দিন। প্রাপ্তবয়স্ক মথ ৪-৫ দিন বেঁচে থাকে। এরা প্রায় ৫-১০ মাইল পর্যন্ত উড়তে পারে। বছরে এগুলোর অন্ততঃ পাঁচটি জীবনচক্র বা জেনারেশন সম্পন্ন হয়। মথ সরাসরি ফসল বা ধানের কোন ক্ষতি করেনা ! মথ যে ডিম দেয় তা থেকে যে লার্ভা জম্ম নিয় সেই লার্ভা ধান ও ফসলের ক্ষতি করে। মাজরা পোকার আক্রমনের কারনে  ফলন ৩০ % থেকে ৭০ % কমে যেতে পারে।

মাজরার মথ দমনে করনীয়ঃ
১। থোর আসার পূর্ব পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়।
২| খেত থেকে মথ ও ডিম বাছাই করে নস্ট করে ফেলা
৩| আলোর ফাদ পেতে মথ মেরে ফেলা
৪। মাজরা মথ দমনে সেক্স ফেরোমেন ট্রাফ ব্যবহার করা
৫| খেতে ডাল পুতে দেয়া যাতে মথ পাখিতে খেতে পারে
৬| মাজরা পোকা প্রতিরোধী জাত চাষ করা
৭| মথ দমনে লাইট ট্রাফ  ব্যবহার করা
৮। হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে
৯। মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার দিন।
১০। পাখি, মাছ, ব্যাঙ, ড্যামসেল ও ড্রাগন ফ্লাই মাজরা পোকার মথ খায়।
১১। কিছু পরজীবী যেমন- ট্রাইকোগ্রামা, টেলিনোমাস, টেট্রাটিকাস মাজরা পোকার ডিমকে আক্রান্ত করে নষ্ট করে দেয়।
১২। প্রাকৃতিকভাবেও মাজরা পোকা ধ্বংস করা যায়। লেডি বার্ড বিটল, মিরিড বাগ, লম্বাওড়, উড়চুঙ্গা, লম্বাশুড় ঘাসফড়িং, মিরিড বাগ এসব পোকা মাজরা পোকার ডিম খায়।

মাজরা পোকার লার্ভাঃ
মথ ডিম পাড়ার ৭-১০ দিনের মধ্যে ডিম ফুটে কীড়া/ লার্ভা  বা শূককীট বের হয়। এগুলোকে শুয়াপোকা বলে। এক ধরনের সুতার সাহায্যে ঝুলে এরা এক গাছ থেকে অন্য গাছে যায়। মাজরা পোকার লার্ভা গাছের  কান্ডের মধ্যে ঢুকে যেতে পারে ও  ভিতর থেকে কান্ড কুরে কুরে খায়ে কান্ড বা ডিগ কেটে দেয় । যাকে বলা হয় মড়াডিগ বা ডেডহার্ড।  এই লার্ভা মাইজের মধ্যখানে খায় বিধায় এর নাম মাজরা পোকা রাখা হয়েছে।  এই লার্ভার আক্রমনের কারনে  ফলন ৩০ % থেকে ৭০ %  কমে যেতে পারে।

মাজরার লার্ভা দমনে করনীয়ঃ
১. সঠিক দূরত্বে (লোগো পদ্ধতিতে) চারা রোপন করুন
২. সঠিক বয়সের চারা রোপন করুন।
৩| হাত জাল দিয়ে মথ সংগ্রহ করে মেরে ফেলা
৪| খেত থেকে মথ ও ডিম বাছাই করে নস্ট করে ফেলা
৫| আলোর ফাদ পেতে মথ মেরে ফেলা
৬| খেতে ডাল পুতে দেয়া যাতে মথ পাখিতে খেতে পারে
৭| মাজরা পোকা প্রতিরোধী জাত চাষ করা
৮| মথ দমনে লাইট ট্রাফ দিতে হবে ও ফেরোমেন ট্রাফ ব্যবহার
৯। হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে
১০। থোর আসার পূর্ব পর্যন্ত হাতজাল দিয়ে মথ ধরে ধ্বংস করা যায়।
১১। মাটি পরীক্ষা করে জমিতে সুষম সার দিন।
১২| ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করে ফেলা
১৩|  পোকার আক্রমন আছে কি-না, তা দেখার জন্য নিয়মিত পর্যবেক্ষণ করুন।
১৪। পরভোজী পোকা যেমন : ক্যারা বিট বিটল, ড্রাগন ফ্লাই মাজরার পূর্নাঙ্গ মথ ও কীড়া (গ্রাব) খায় বিধায় এদের সংরক্ষণ ও সংখ্যা বাড়ানো।
১৫। আক্রান্ত খেতে পানি সেচ বাড়িয়ে দেয়া
১৬। মধ্য বয়সি আক্রান্ত খেতে সকালে অতি সামান্য ইউরিয়া দেয়া

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ
ডায়াজিনন গ্রুপের জেনেডিন ১০ জি বা ক্লোরপাইরিফস গ্রুপের জেনেফস ৪৮ইসি বা কার্বোফুরান গ্রুপের জেনেফুরান ৫জি বা কারটাপ গ্রুপের জেনেটাপ ৫০ এসপি নিয়ম মত ব্যবহার করতে হবে।