জমকালো আয়োজনে নক্ষত্রের বিজয় উৎসব অনুষ্ঠিত

রাজধানী প্রতিনিধি:জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয় উৎসব, মতবিনিময় সভা এবং নক্ষত্র নারী সংগঠনের প্রেসিডেন্ট শাহনাজ ইসলামের জন্মদিন। গত মঙ্গলবার রাজধানীর গ্রীন হাউজ রেস্টুরেন্টে শতাধিক নারী উদ্যােক্তা এতে অংশ নেন। নক্ষত্র নারী সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করে ও কো-স্পনসর হিসেবে ছিল স্বাদ এন্ড সেভরি ফুড।

জানা গেছে, উৎসব উপলক্ষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের কাছ থেকে তাদের উদ্যোগের গল্প জমা নেয়া হয়েছিল। সেখান থেকে বাছাই করে ৮ জন সেরা নারী উদ্যোক্তাকে সম্মাননা স্মারকও প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে রাফেল ড্র, সবার জন্য ক্রেস্ট ও স্বাদ এন্ড সেভরি ফুডের পক্ষ থেকে ছিল গিফট ব্যাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক নুরুল কাদের সোহেল।

জানতে চাইলে নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলাম বলেন, 'অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিজয় দিবস পালন ও উদ্যোক্তাদের সাথে মুক্ত আলোচনা। উদ্দোক্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা, সহজ লোনের ব্যবস্থা ও অনুদানের বিষয়ে মুক্ত আলোচনা হয় প্রধান অতিথির সাথে।'

শাহনাজ আরো বলেন, 'এখানে উদ্যোক্তারা সবাই নিজদের মতামত প্রকাশ করার সুযোগ পেয়েছেন। তারা সবাই বলেছেন, এই ধরনের অনুষ্ঠান তাদের আরো বৃহৎ পরিসরে কাজ করার আগ্রহ বাড়াতে  সাহায্য করবে।'

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ শাহনাজ ইসলামের কার্যক্রমে মুগ্ধ হয়ে বলেন, 'নক্ষত্র নারী খুব দ্রুত একটি ব্র্যান্ডে রুপান্তরিত হবে। এখানে যুক্ত সকল উদ্দ্যোক্তারা একদিন নিজেদের উদ্যোগকে এক একটা ব্র্যান্ড হিসেবে পরিচয় পাবে।'