প্রাণিজ পুষ্টি ও আমিষের চাহিদা যোগাতে এনিমেল হাজবেন্ড্রিয়ানরা উল্লেখযোগ্য অবদান রাখছে

রাজধানী প্রতিনিধি: পোল্ট্রি উৎপাদন খাতে সম্পৃক্তরা এগিয়ে আসায় ডিম ও মাংস উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এটা আমাদের জাতিগতভাবে সহায়তা করেছে, অর্থনীতিকে সমৃদ্ধ করেছে, প্রাণিজ পুষ্টি ও আমিষের চাহিদায় বড় যোগান দিচ্ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে, খাবারের বড় একটি অংশের যোগান দিচ্ছে। এখাতে সকলের সাথে এনিমেল হাজবেন্ড্রিয়ানরাও ব্যাপক অবদান রেখে চলেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ চত্বরে বিশ্ব ডিম দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে বিশ্ব ডিম দিবস ২০২২ উদযাপনকালে উপস্থিত বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি সোসাইটির নের্তৃবৃন্দ এমন অনুভূতি ব্যক্ত করেন।

বেলুন উড়িয়ে তাদের সাথে দিবসটি উদযাপনে শরীক হন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, বিপিআইসিসি ও ওয়াপসা-বাংলাদেশ শাখার সভাপতি মসিউর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, পরিচালক (উৎপাদন) ডা. রেয়াজুল হক প্রমুখ সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি সোসাইটির সেতারা বলেন, বৈশ্বিক সংকটের সমাধানে সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি তারা পোল্ট্রি ও ডিম উৎপাদনে সম্পৃক্তদের প্রত্যাশা পূরণে আরো অবদান রাখতে চায়।

বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি সোসাইটির সভাপতি কৃষিবিদ মাহবুব হাসান, সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ মো: সাখাওয়াৎ হোসেন, কৃষিবিদ সাধারন সম্পাদক শাহাদত হোসেন, উপদেষ্টা কৃষিবিদ মো. নুরু মিয়াএসময়  উপস্থিত ছিলেন। অন্যন্যদের মধ্যে সোসাটির আখতার হোসেন (কনসালটেন্ট) কৃষিবিদ জাবেদ ভূইয়া (এজি এগ্রো), কৃষিবিদ আতিক (কাজি ফার্মস্) কৃষিবিদ মেসবাহ (ডায়মন্ড এগ), কৃষিবিদ জাকারিয়া (বায়োকেম), কৃষিবিদ ইয়াহ ইয়া ইমরান (কান্ট্রি হেড, বেন্টলি, ইউএসএ), কৃষিবিদ শাহজালাল (ইনোভা এনিম্যাল হেলথ) প্রমুখ উপস্থিত ছিলেন।