কেন্দ্রীয় কৃষকদল কর্তৃক কৃষি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:কৃষকদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত "বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি ও কর্মসূচি শীর্ষক সেমিনার" জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সকাল দশটায় অনুষ্ঠিত হয়।  সেমিনারে  আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) নির্বাচিত সাবেক সভাপতি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ ইব্রাহিম খলিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এম এ ফারুক এবং উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।

কৃষি বিষয়ক এই সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিশেষজ্ঞ প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ।



সেমিনারে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের বিভিন্ন পর্যায়ের কৃষিবিদ নেতৃবৃন্দের মধ্যে কৃষিবিদ লিটু, কৃষিবিদ মনিরুল রহমান মনির, কৃষিবিদ রফিকুল ইসলাম ডন, কৃষিবিদ একরামুল হক, কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব কৃষিবিদ, শেখ শফি শাওন, কৃষিবিদ একেএম আনিসুজ্জামান আনিস, কৃষিবিদ ড. আশরাফুল জিমি, কৃষিবিদ মুসা তালুকদার চমক, কৃষিবিদ আশরাফুল ইসলাম, কৃষিবিদ ইউনুস আলী, কৃষিবিদ কে আই এফ সবুর ও রাজিবুল হাসান সহ বিভিন্ন পর্যায়ে কৃষকদলের জাতীয় ও মহানগরের নেতৃবৃন্দ।