"বিশ্ব জীববৈচিত্র্য দিবস ২০২২" উপলক্ষে রাজশাহীতে মানব বন্ধন, র‌্যালি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত

এগ্রিলাইফ২৪ ডটকম:"জীববৈচিত্র্য সংরক্ষণ করি সবার ভবিষ্যৎ নিশ্চিত করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিশ্বজীব বৈচিত্র্য দিবস ২০২২। বন অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশনের সহযোগিতায় আজ ২২ মে রাজশাহী মানব বন্ধন, রালি ও মুক্ত আলোচনার আয়োজন করা।

এ উপলক্ষে আজ বিকেল ৫:০০ টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানব বন্ধন-এর আয়োজন করেন আয়োজকরা । এরপর একটি র‌্যালি সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু করে পঞ্চবটি পদ্মার পাড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বক্তারা।



সেভ দি নেচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ও বিবিসিএফ রাজশাহী জেলার সভাপতি ড. হেমায়েতুল ইসলাম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের ডিন প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার, একই বিভাগের সহকারী অধ্যাপক ডঃ জসীম উদ্দীন, সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক ড.আজিজুর রহমান, বেটার নেচার এন্ড সোসাইটির হাসিবুল হাসান নান্নু, রাজশাহী পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, সুজনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল আলম মাসুদ, দিনের আলো হিজড়া সংগঠনের সভাপতি মোহনা, এলিজেবল ইয়ুথ ফর এভালুয়েশন এর সভাপতি গোলাম নবী রনি, সূর্যকিরণের সভাপতি মোহাম্মদ জামাল, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের ডা. আমানুল্লাহ বিন আখতার আবিদ, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সোহেল রানা, বরেন্দ্র শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য রক্ষা কেন্দ্রের উজ্জলসহ আরো অনেকে।



সেভ দ্যা নেচার এন্ড লাইফ, বিএলএস, বেটার নেচার এন্ড লাইফ, বাপা রাজশাহী, এনিমেল ওয়েলফেয়ার বিইসিডিপিসি, সূর্য কিরণ, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উল্ল্যেখযোগ্য সদস্যগণ সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।