বরিশালের বাবুগঞ্জে বিনাধান-১০ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে বিনাধান-১০ সম্প্রসারণ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার রাকুদিয়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন  আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও পরিচালক (গবেষণা) ড. আব্দুল মালেক ।

বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হারুন-অর-রশীদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মজিবর রহমান, কৃষক মো. শামসুল হক প্রমুখ।

প্রধান অতিথি ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন,  বিনাধান-১০ লবণসহিষ্ণু জাত। এর চাল একটু মোটা। যেহেতু দক্ষিণাঞ্চলের মানুষ মোটা চাল পছন্দ করেন। তাই  এ এলাকায় এর ব্যাপক সম্ভাবনা রয়েছে। জাতটির ফলনও বেশ ভালো। লবণাক্ত এলাকায় হেক্টরপ্রতি ৬.৫ টন আর অলবণাক্ত স্থানে ৭.৫ টন ফলন হয়। মাঠদিবসে ৬০ জন কিষাণ-কিষাণী অংশগ্রহণ করেন।