পটুয়াখালীর বাউফলে ব্রি হাইব্রিড ধান-৩’র মাঠ দিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর বাউফলে ব্রি হাইব্রিড ধান-৩’র শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ বাউফল উপজেলার উত্তর মাধবপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রিয় লাল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. শওকত হোসেন।

উপসহকারি কৃষি কর্মকর্তা মো. সবুজ শিকদারে সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রির ফার্ম ম্যানেজার মো. জহিরুল হক, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, কৃষক দুলাল মৃধা, মেঘনাথ সরকার প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশে হাইব্রিড ধানের আবাদ সম্প্রসারণ করা দরকার। অন্যান্য হাইব্রিডের তুলনায় এ জাতের ফলন বেশি। তাই এ জাত ব্যবহার করলে কৃষকরা বেশি লাভবান হবেন।  

ব্রি হাইব্রিড ধান-৩’র হেক্টরপ্রতি ফলন হয়েছে ৮.৫ টন প্রায়। অনুষ্ঠানে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।