মিঠামইনে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (ICI-GMRP) অবহিতকরন কর্মশালা

এগ্রিলাইফ২৪ ডটকম:কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগীতায় গত ২০ জানুয়ারি ২০২২ইং, বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কার্যালয়ে দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল-মামুন।

উপস্থাপনায় ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা।

কর্মশালার শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান প্রকল্প পরিচালক বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিনেবে বক্তব্য রাখেন যথাক্রমে- বাবু সমির কুমার বৈষ্ণব (জেলা পরিষদ সদস্য), এড. শরিফ কামাল (চেয়ারম্যান সদর ইউনিয়র পরিষদ), মোঃ ইব্রাহিম মিয়া (ভাইস চেয়ারম্যান), কৃষিবিদ মোঃ ছাইফুল আলম (উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), প্রমুখ। এছাড়া উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দদের মধ্য থেকে বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ আনিছুর রহমান।

কারিগরি সেশনে ২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা শীর্ষক উপস্থাপনা করেন কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা, মিঠামইন, কিশোরগঞ্জ।

কর্মশালায় উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং প্রকল্পের বিভিন্ন দলের মহিলা ও পুরুষ সদস্যগণ অংশ নেয়।