নওগাঁয় আশার ষান্মাসিক এবিএম সভা

কাজী কামাল হোসেন,নওগাঁ:দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী আশা-নওগাঁ সদর জেলার আয়োজনে ৪০ জন-এবিএম এর অংশগ্রহনে নওগাঁ কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) মিলতায়তনে গতকাল ৮ জানুয়ারি দিনব্যাপি ষান্মাসিক এবিএম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিষ্ট্রিক্ট ম্যানেজার আশা-নওগাঁ সদর জেলা মো. মোখলেছুর রহমানের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-বগুড়া ডিভিশনাল এডিশনাল ম্যানেজার প্রকাশ চন্দ্র বর্মণ।

সভায় প্রধান অতিথি আশার ঋণ কর্মসূচীর করণীয় ও কৌশল নির্ধারণ এবং সামাজিক কর্মসূচীর অগ্রগতি বিশ্লেষণ করার লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশণ কাজের পরিধি বৃদ্ধি করা, ফিজিওথেরাপী ক্যাম্প পরিচালনা করা এবং রেমিট্যান্স বৃদ্ধিতে কার্যকর ভুমিকা রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আশা-নওগাঁ সদর সিনিয়র আরএম রেজাউল করিম, সিনিয়র আরএম (এগ্রি) সাইফ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।