কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক

এগ্রিলাইফ২৪ ডটকম:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য এবং বাকৃবি  অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।

কৃষিমন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, শেরপুরের কৃতি সন্তান তুখোড় ছাত্রনেতা জনাব বদিউজ্জামান বাদশা বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তিনি ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতিতে সম্পৃক্ত হন। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেমন নেতৃত্ব দিয়েছেন তেমনি আজীবন সাধারণ মানুষ ও কৃষিবিদদের কল্যাণে এবং কৃষির উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি।  কৃষিবিদসহ দেশের সকল মানুষের নিকট তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

কৃষিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।