তথ্য প্রযুক্তির যুুগে বগুড়ার নন্দীগ্রামে ‘প্লান্ট ডক্টর মোবাইল টিম’ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে

মোঃ হারুন-অর-রশীদ:মানুষ, পশুপাখির ন্যায় এবার ফসলের জন্য বগুড়ার নন্দীগ্রামে ‘প্লান্ট ডক্টর মোবাইল টিম’ গঠন করা হয়েছে। তথ্য প্রযুক্তির যুুগে ‘প্লান্ট ডক্টর মোবাইল টিম’ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের উদ্যোগে ভাটগ্রাম ইউনিয়নের কালিশ-পুনাইল মোড়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত।

এই দলের সদস্যরা সরেজমিনে গিয়ে শস্য ক্ষেতে কাজ শুরু করেন এবং কৃষকের কাছে রোগের বর্ণনা শুনে ‘প্রেসক্রিপশন’ প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবুর পরিচালনায় এই দলে রয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

প্লান্ট ডক্টর মোবাইল টিমের কাছে সরেজমিনে কৃষকেরা মরিচ, ধান, আদা, হলুদ, ফুলকপিসহ বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড়ের আক্রমনের লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকার, নতুন জাত সম্পর্কে জানতে চান। টিমের সদস্যরা বিভিন্ন লিফলেট, ফোল্ডার বিতরণ করে কৃষককে সচেতন করেন।