বগুড়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-এর শুভ উদ্বোধন

মোঃ হারুন-অর-রশীদ:“জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ মাস ব্যাপি কর্মসূচীর আওতায় গত ১৬ অক্টোবর ২০২১ বগুড়া সদও উপজেলার পরিষদ হল রুম শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া জেলার উপপরিচালক মোঃ দুলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুফিয়ান শফিক এবং বগুড়ার জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুজ্জামান।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ইঁদুর ফসলের অন্যতম শক্রু প্রানি। মাঠের ফসল উৎপাদন ও গুদামজাত শস্য সংরক্ষণের ক্ষেত্রে ইঁদুর এক বড় সমস্যা। মাঠের শস্য কেটে কুটে নষ্ট করে, খায় এবং গর্তে জমা করে। গুদামজাত শস্যে মলমূত্র ও লোমের সংমিশ্রণ করে, মানুষ ও গবাদি পশুদেরও মধ্যে রোগ-বালাই সংক্রমণ করে, সর্বোপরি পরিবেশ দূষিত করে। বাংলাদেশে ইঁদুরের কারণে বছরে আমন ধানের শতকরা ৫-৭ ভাগ, গম ফসলে ৪-১২ ভাগ, গোল আলুতে ৫-৭ ভাগ, আনারস ৬-৯ ভাগ নষ্ট হয়। গড়ে মাঠ ফসলের ৫-৭ % এবং গুদামজাত শস্য ৩-৫% ক্ষতিকরে।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ এনামুল হক, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন উপজেলা কৃষিঅফিস, বগুড়াসদর, বগুড়া।