দুই বছরের চুক্তিতে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি ড. ইয়াহিয়া মাহমুদ

সমসাময়িক ডেস্ক:মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদকে আগের পদে নিয়োগ দিয়েছে সরকার। এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে দুই বছরের চুক্তিতে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৮’ এর ধারা ১১(২) অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে তিনি মহাপরিচালক (গ্রেড-২) পদে এই নিয়োগ পেয়েছেন।

আগামী দুই বছরের জন্য বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উল্লেখ্য, চাকরির মেয়াদ শেষে গত ১ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান ইয়াহিয়া মাহমুদ। এরপর ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. খলিলুর রহমান মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন।