টাঙ্গাইল সদরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি পরিদর্শন

কে এস রহমান শফি, টাঙ্গাইল: তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের বর্তমান প্যাটার্ন ও ভবিষৎ প্যাটার্ন বিষয়ে করণীয় বিষয়ে মতবিনিময় সভা আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মো. জসীম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপ প্রকল্প পরিচালক মুহাম্মদ আরশের আলী, ঢাকা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. শফিকুল হক আকন্দ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান।

সভা শেষে কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি দেখতে দাইন্যা ইউনিয়নের দাইন্যা চৌধুরী গ্রামে যান। সেখানে তাদের স্বাগত জানান উপ সহকারী কৃষি কর্মকর্তা এম এম মোবারক আলী। তারা কৃষক গ্রুপের সাথে মতবিনিময় ও প্রদর্শনী প্লট পরিদর্শন করেন।