
কে এস রহমান শফি,টাঙ্গাইল : ২০২১-২২ অর্থ বছরে মাসকলাই, নাবী পাট বীজ ও রাসায়নিক সার এবং অন্যান্য উপকরণ বিনামূল্যে আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, টাঙ্গাইল সদর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মো. ছানোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন ও শামীমা আক্তার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপ সহকারী কৃষি অফিসার এম এম মোবারক আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার সাদিয়া ইয়াসমিন রিপা।
২৬০ জন কৃষকের প্রত্যেককে মাসকলাইয়ের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ৩০ জন কৃষকের প্রত্যেককে নাবী পাট বীজ আধা কেজি, ১০ কেজি করে ইউরিয়া, ডিএপি ওএমওপি সার ও বিকাশের মাধ্যমে ২ হাজার ৬ শ’ ৩০ টাকা দেয়া হয়।



















