গবেষণা কাজের জন্য শ্রীপুর তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের ২২.৫০ একর জমি বিনা'র নিকট হস্তান্তর

এগ্রিলাইফ২৪ ডটকম:গবেষণা কাজে সহযোগিতার জন্য গাজীপুরের শ্রীপুর এ অবস্থিত তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামারের ২২.৫০ একর জমি বিনা'র নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গত ২৯ আগস্ট কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উভয় প্রতিষ্ঠানের মাঝে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের মহাপরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি; কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ মেসবাহুল ইসলাম; অতিরিক্ত সচিব জনাব কমলা রঞ্জন দাশ; ড. মির্জা মোফাজ্জল ইসলাম, মহাপরিচালক, বিনা; ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ, নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড এবং কৃষি মন্ত্রণালয় ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনার গবেষক ও কর্মকর্তাবৃন্দ আশা করেন,  তুলা উন্নয়ন বোর্ডের সহযোগিতার কারণে বিনার দীর্ঘদিনের গবেষণা মাঠের সমস্যা এবার কিছুটা হলেও লাঘব হবে। এজন্য তারা কৃষিমন্ত্রী, সচিবসহ সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।