গাজীপুরের শ্রীপুরে কটন বেইজড মাল্টিপল ক্রপিং: প্রসপেক্টস এ্যান্ড চ্যালেঞ্জেস শীর্ষক কর্মশালা

এগ্রিলাইফ২৪ ডটকম:তুলা চাষে নিয়ে গবেষণাসহ এর সম্প্রসারণে নানা কার্যক্রম পরিচালনা করছে তুলা উন্নয়ন বোর্ড। গতানুগতিক চাষের বাহিরে এসে জমির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে তুলা উৎপাদনে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে নিবিড়ভাবে কাজ করছে তুলা উন্নয়ন বোর্ড। কিছু দিন আগেও যেখানে তুলা শুধু এককভাবে চাষাবাদ হতো সেখানে বর্তমানে তুলার সাথে সাথী ফসল হিসেবে একাধিক ফসল চাষাবাদ হচ্ছে।

এরই ধারাবাহিকতায় তুলা উন্নয়ন বোর্ড, শ্রীপুর, গাজীপুরের আয়োজনে আজ ১৯ জুন রোজ শনিবার অনুষ্ঠিত "কটন বেইজড মাল্টিপল ক্রপিং: প্রসপেক্টস এ্যান্ড চ্যালেঞ্জেস" শীর্ষক কর্মশালা। এতে প্রধান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. আলহাজ উদ্দিন আহাম্মেদ।

তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার, শ্রীপুর, গাজীপুরের কটন এগ্রোনমিস্ট গাজী মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আখতারুজ্জামান (অতিরিক্ত পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড) এবং জাফর আলী (উপপরিচালক (স:দ:), তুলা উন্নয়ন বোর্ড)।

কর্মশালায় বারির বিজ্ঞানীবৃন্দ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপকগণ, বিনার বিজ্ঞানীবৃন্দসহ তুলা উন্নয়ন বোর্ড-এর বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।