বরিশালে কৃষিতে তথ্য প্রযুক্তি শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষিতে তথ্য প্রযুক্তি শীর্ষক দু’দিনের কৃষক প্রশিক্ষণ ৮ জুন শেষ হয়েছে। এ উপলক্ষে খামারবাড়ির এআইএস’র আইসিটি কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের ( ডিএই) অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম। তিনি বলেন, ফসলের অধিক ফলন পেতে দরকার আধুনিক কৃষি প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার। আর তা বাস্তবায়নে এসব তথ্য চাষির দোরগোড়ায় পৌঁছানো জরুরি। এর মাধ্যমে কৃষি আরো এগিয়ে যাবে। কৃষকও হবেন সম্পদশালী।

কৃষি তথ্য সার্ভিস (এআইএস) আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং  ডিএই বরিশালের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত।

আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের  বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম , কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ। প্রশিক্ষণে  বরিশাল অঞ্চলের কৃষি তথ্য যোগাযোগ কেন্দ্রের  ৩০ সদস্য অংশগ্রহণ করেন।