বরিশালে বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বীজ প্রত্যয়ন কার্যক্রম জোরদারকরণ শীর্ষক দিনব্যাপী এক আঞ্চলিক কর্মশালা আজ বরিশালে এসসিএ’র  হলরুমে অনুষ্ঠিত হয়। বীজ প্রত্যয়ন এজেন্সি (এসসিএ) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ফসলের বংশ বৃদ্ধির উপাদান হচ্ছে বীজ। তাই উৎপাদন বাড়াতে প্রয়োজন এর গুণগতমান যাচাই। স্থানীয় বীজের পরিবর্তে উচ্চফলনশীল এবং হাইব্রিডের প্রতি গুরুত্ব দিতে হবে। এর জন্য নতুন নতুন বীজ উৎপাদনকারী সৃষ্টি করা দরকার। মনে রাখতে হবে, আমাদের ভিশন হচ্ছে- শতভাগ মানসম্পন্ন বীজ সরবরাহ করা। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই তা বাস্তবায়ন সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন এবং ডিএই পিরোজপুরের উপপরিচালক চিন্ময় রায়।

জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপপরিচালক হৃদয়েশ্বর দত্ত, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. এ কে এম মিজানুর রহমান, ঝালকাঠির জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, ডিএই বরিশালের অতিরিক্ত উপপরিচালক  মোসাম্মৎ মরিয়ম, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস, ধান-গম-পাট প্রকল্পের মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম, ভোলার বীজ প্রত্যয়ন অফিসার মোর্শেদা আক্তার মিমি প্রমুখ। কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।