গোপালপুরে খেসারি ফসলের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) :টাঙ্গাইলের গোপালপুরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় খেসারি ফসলের বীজ উৎপাদন ব্লক (প্রদশনী) এর খেসারি ফসলের মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন গত ৯ মার্চ মঙ্গলবার অনুষ্ঠিত হয়।

উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল বøকের সোনমুই এলাকার যমুনার নদীর বুকে এসএমই কৃষক আবু হানিফের খেসারির মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ. এম. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. মোছা. নাছরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তুষার সাহা ও মো. রাসেল পারভেজ তমাল প্রমুখ।

বক্তব্য রাখেন, বøকের উপ-সহকারি কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম খান, উপ-সহকারি কৃষি অফিসার হামিদুল হক, মো. আসাদুজ্জামান, মো. আবু কায়সার রাসেল ও মো. সোলায়মান মিয়া, ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম ও রমণী, এসএমই কৃষক আবু হানিফ, ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এসএপিপিও মো. আব্দুল হালিম।