মুসলিম উম্মাহ পবিত্র মাহে রমজান মাসের জন্য পথ চেয়ে আছে

ইসলামিক ডেস্ক: দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান; মুসলিম উম্মাহ এ মাসের জন্য পথ চেয়ে রয়েছে। তাই রমজান মাসে পরিপূর্ণ সাওয়াব ও ক্ষমা পেতে মুমিন মুসলমানের সেই প্রস্তুতি গ্রহন করতে হবে। আর সেজন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা শুরু করুন এখন থেকেই।

তাই এখন থেকেই প্রতিজ্ঞা করুন আমরা যেন জীবনের সমস্ত গোনাহ থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে পারি। বেশি বেশি নেক আমল করতে পারি। মনে রাখতে হবে সৃষ্টিকর্তার কাছে আমাদের ফিরে যেতেই হবে।

পবিত্র মাহে রমজান এলে অনেকেই খাওয়া-দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি যা ঠিক নয়। মুমিন মুসলমানকে মনে রাখতে হবে, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস, সংযমের মাস এবং ত্যাগের মাস। এ মাস ইবাদত-বন্দেগির মাস। আল্লাহর রহমত বরকত মাগফেরাত নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস। তাই এ মাসের আগমনের আগে মুমিন মুসলমানের এখন থেকে প্রস্তুতি নেওয়া জরুরি।

তাই আসুন মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং পাপের পথ থেকে ফিরে আসি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন পরম করুনাময় ও ক্ষমাশীল।-আমিন।