কথায় ও কাজে মিল রাখার কথা বলে ইসলাম

ইসলামিক ডেস্ক: মানুষ সামাজিক জীব। পরিবার থেকে সমাজ সবখানেই জীবনযাপনে আমাদের নানা কাজে জড়িত থাকতে হয়। যে কোনো কাজে সফল হতে হলে মানুষকে কখা আর কাজে মিল রাখতে হবে। অর্থাৎ এ দুটি বিষয় অঙ্গাঅঙ্গীভাবে জড়িত। অনেক সময় আমরা কাউকে ভালো কাজের কথা বলি নানা ওয়াজ নসিহত করি অথচ নিজে না মানি না। কোরআন ওহাদিছে এ ব্যাপারে কঠোর নির্দেশনা রয়েছে।

পবিত্র কোরআনুল কারিমে রাব্বুল আলামিন ঘোষণা করেন- ‘তোমরা কি মানুষকে ভাল কাজের আদেশ দিচ্ছ আর নিজদেরকে ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব তেলাওয়াত কর। তোমরা কি বুঝ না?’ (সুরা বাকারা : আয়াত ৪৪)

আসুন আমরা সকল কাজে ও কথায় মিল রাখি। নিশ্চয়ই মহান রাব্বুল আলামিন আমাদের সকল কাজে সাফল্য দান করবেন।-আমিন