মুজিববর্ষ গবেষণা অনুদান পেলেন শেকৃ্বির তরুন গবেষক

শেকৃবি প্রতিনিধি:শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচির আওতায় “Development Research on Mujib Centenary” ২০২১-২২ অর্থবছরে সারাদেশ থেকে মনোনিত ৮ জন গবেষকের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত হয়েছেন তরুন গবেষক ড. মোঃ রাশেদুল ইসলাম । তিনি “দুগ্ধ খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃ্দ্ধির মাধ্যমে প্রাণিজ সম্পদে সরকারের স্বয়ংসম্পূর্ণতার লক্ষ্য অর্জনে সহায়তাকরন” গবেষণা প্রকল্পের জন্য মনোনীত হয়েছেন।

মাননীয় শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীর উপস্থিতিতে গতকাল সোমবার (১৩ জুন) বিকাল ৩ ঘটিকায় বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এ গবেষণা প্রকল্পের চেক বিতরনি কর্মসূ্চিতে উপস্থিত হয়ে প্রথম অর্থবছরের চেক গ্রহন করেন তরুন গবেষক ড. মোঃ রাশেদুল ইসলাম ।

ড. মোঃ রাশেদুল ইসলাম বর্তমানে শেরেবাংলা কৃ্ষি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।