বাকৃবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর এর ভিত্তিপ্রস্তর স্থাপন

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।। দেশে ইনোভেশন সংস্কৃতি তৈরি ও প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপসমূহের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব স্থাপনের ভিত্তিপ্রস্তর সকাল ১০.০০টায় ভার্চুয়ালী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ইনোভেশন হাব উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ আব্দুল আউয়াল বলেন, প্রস্তাবিত ইনোভেশন হাব বাংলাদেশের উদ্যোক্তা তৈরীর সম্ভাবনাকে আরো অনেক বেগবান করবে। উদ্যোক্তা তৈরির জন্য কৃষিক্ষেত্র অনেক বড় এবং সম্ভাবনাময় ক্ষেত্র। বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে এ প্রকল্প শুরু হতে যাচ্ছে। যার মধ্যে ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরি, সম্ভাবনাময় আইডিয়া বাছাই করণ, উদ্যোক্তাদের স্টার্টআপ ফান্ড দেওয়া, প্রযুক্তিগত উদ্ভাবন, জ্ঞান অর্জন এবং প্রয়োগের মাধ্যমে প্রযুক্তিগত ভাবে সমৃদ্ধশালী হওয়া অন্যতম।

ইনোভেশন হাব বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ এর সভাপতিত্বে ও কৃষি অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ সাইদুর রহমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের বিশেষজ্ঞ মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আসলাম আলী, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এ.কে.এম. আদহাম, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম, আইআইএফএস এর পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল হক, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুল আওয়াল, আইএডিএস এর পরিচালক প্রফেসর ড. ইসমত আরা বেগম, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রফেসর ড. পলি কর্মকার, আইআইএফএস এর সহযোগী পরিচালক ড. রাখী চক্রবর্তী, ট্রেজারার মোঃ রাকিব উদ্দিন, জনসংযোগ ও প্র্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, ইনোভেশন হাব বাস্তবায়ন কমিটির সদস্য-সচিব এ. বি. এম. রেজাউর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।