রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়ীয়া ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল এর সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারিকেলবাড়ীয়া ক্যাম্পাসে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১:০০ টায় রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল-এর প্রেসিডেন্ট রোটারিয়ান ডঃ মোঃ হেমায়েতুল ইসলাম আরিফ এর পরিচালানায় এ অনুষ্টানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. মো: জালাল উদ্দিন সরদার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রা.বি. উপ উপাচার্য প্রফেসর ড. মো: সুলতান উল ইসলাম , প্রফেসর ড. মো: হুমায়ুন কবীর, রা.বি. সাবেক উপ উপাচার্য প্রফেসর ড. মো: জাকারিয়া, রা.বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোইজুর রহমান, ব্র্যাক লাইভস্টক সার্ভিসেস এন্ড ট্রেনিং এর ম্যানেজার ডা. মো: মতিউর রহমান, ব্র্যাক এর জোনাল সেলস ম্যানেজার এম.এ. মান্নান।

এছাড়া রা বি প্রশাসনরে জন সংযোগ পরচিালক, প্রক্টর ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাবি নারিকেলবাড়িয়া ক্যাম্পাসের লেকে প্রতি বছর অতিথি পাখির অগমন ঘটে সেই পাখির আবাসভুমিকে প্রাকৃতিকভাবে সংরকক্ষণের জন্য সেখনে পাখির অভয়য়াশ্রম করা হয়। সেই সকল পাখির খাবারের জন্য মাছের পোনা ছাড়া হয় বলে জানান আয়োজকরা।