কেআইবি-তে জাতীয় শিশু দিবস উদযাপন

এগ্রিলাইফ২৪ ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করেছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ও কেআইবি ঢাকা মেট্রোপলিটন কর্তৃক নানা আয়োজনের কর্মসূচী গ্রহন করা হয়।

বিকাল ৩.৩০টায় কেআইবি চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন-এর মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। এরপর দোয়া মাহফিল, আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়।

অনুষ্ঠানগুলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, সভাপতি, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুলতানা শামীমা চৌধুরী রিতা, স্বনামধন্য চিকিৎসক ও সমাজসেবক, কৃষিবিদ মোঃ লিয়াকত আলী জুয়েল, সভাপতি, কেআইবি ঢাকা মেট্রোপলিটন।

এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মুকসুদ আলম খান মুকুট, যুগ্ম মহাসচিব, কেআইবি, কৃষিবিদ মোঃ আরিফুর রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক, কেআইবি, কৃষিবিদ ড. মোঃ তাসদিকুর রহমান সনেট, কেআইবি ঢাকা মেট্রোপলিটন সহ আরো অনেকে।