বাপকা-এর নতুন সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক খাঁন

রাজধানী প্রতিনিধি: বাংলাদেশ আ্যকোয়া প্রোডাক্ট কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বাপকা) এর ২০২৪-২০২৫ সন মেয়াদী পোর্টফোলিও কমিটির নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মনিরুল হক খাঁন নির্বাচিত হয়েছেন। আজ ২৯ অক্টোবর রোজ রবিবার রাজধানীর মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স-এ অবস্থিত বাপকা-এর কার্যালয়ে বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

বাপকা-এর ২০২৪-২০২৫ সন মেয়াদী পোর্টফোলিও কমিটির নির্বাচনে নির্বাচিতরা হলেন

সভাপতি-মুহাম্মদ হাবিবুর রহমান-এডভান্স এগ্রোটেক বাংলাদেশ; সহ সভাপতি ২জন যথাক্রমে সনাতন ঘোষ-ক্যাটাপোল বায়োসাইন্স লিমিটেড ও মোঃ জাহাঙ্গীর আলম-অলওয়েলস মার্কেটিং লিমিটেড; সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল হক খাঁন, একোয়াটেক মাল্টিপারপাস হ্যাচারী লিঃ; যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন-গ্রিনডেল বাংলাদেশ লিমিটেড; কোষাধ্যক্ষ মোতাসিম বিল্লাহ-হ্যালিকন এন্টারপ্রাইজ; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম-ওরিয়েন্টাল ফার্মা এগ্রোভেটস লিমিটেড।

নির্বাচিত নির্বাহি সদস্যরা হলেন যথাক্রমে মোহাম্মদ তারেক সরকার ফিসটেক (বিডি) লিমিটেড, মোহাম্মদ আফতাব আলম-ইমপেক্স মার্কেটিং লিমিটেড, জোবায়ের আব্দুল্লাহ জামান- এগ্রোকেয়ার লিমিটেড, মোঃ খায়রুল কবীর-কাস ট্রেড, মোহাঃ আনোয়ার হোসেন-সেঞ্চুরী এগ্রো লিমিটেড, শহীদুল আলম চৌধুরী- গোল্ডেন একুয়াটেক, মাহমুদুল হাসান-নিয়নস লিমিটেড, মদন কুমার বর্মন-জেনিক একুয়া, তাহমিনা আক্তার লিমা-ফিনিক্স ফার্মা লিমিটেড ও আব্দুল্লাহ আল আজিম-ওয়াইজম্যান গাইডেন্স লিমিটেড

বাপকা-এর ২০২৪-২০২৫ সন মেয়াদী পরিচালনা পর্ষদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছিলেন মি: নিত্যরঞ্জন বিশ্বাস,অবসরপ্রাপ্ত অতিঃ মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর ও বোর্ডের অপর দুই সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর রফিকুজ্জামান বকুল ও প্রফেসর সাহাবুদ্দিন।