এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেড-এ চাকুরির সুযোগ

এগ্রিলাইফ২৪ ডটকম: এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেড-এর সেলস এন্ড মার্কেটিং বিভাগে বিভিন্ন পদে দক্ষ জনবল নিয়োগ করবে। রিজিওনাল সেলস ম্যাানেজার/এরিয়া সেলস ম্যানেজার /সেলস এক্সিকিউটিভ পদে কাজ করতে আগ্রহীদের আগামী আগামী ১৫ ই অক্টোবর ২০২৩ ইং- এর মধ্যে আবেদ পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

কর্ম এলাকা:
১.ফেনী, নোয়াখালী, ২.চাঁদপুর, লক্ষীপুর, ৩.রংপুর, গাইবান্ধা, ৪.বগুড়া, ৫.শরিয়তপুর, মাদারীপুর, ৬.ফরিদপুর, গোপালগঞ্জ, ৭.বরিশাল,ঝালকাঠি।
৮.নওঁগা, জয়পুরহাট।

আবেদনকারীকে যে কোন স্বনাম ধন্য ফিড মিলে নুন্যতম ৩-৫ বছরের কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে ব্রয়লার, লেয়ার, ফিস ফিড এবং ক্যাটল ফিড বিক্রয়ের দক্ষ প্রার্থি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হবে।

আগ্রহী প্রাথীদের কে নিম্ন লিখিত ঠিকানায় তাদের স্ব স্ব জীবন বৃত্তান্ত নিম্ন লিখিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদন পত্র প্রেরনের ঠিকানা

এনাম হ্যাচারী এন্ড ফিডস লিমিটেড
ফ্লাট ২এ, বাড়ী নং-৩৩, রোড-০৩, সেক্টর -০৯,উত্তরা, ঢাকা।
ই মেইলে প্রেরন করতে চাইলে
enamhatcheryandfeedsltd@gmail.com
মোবাইল-০১৩২২৮১০০১৬, ০১৩২২৮১০০১৮, ০১৩২২৮১০০০১, ফোন -০২-৫৮৯৫৩০৯২