বোরো মৌসুমে সমলয়ে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকার প্রণোদনা

এগ্রিলাইফ২৪ ডটকম: বোরো মৌসুমে সমলয়ে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। আজ বুধবার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বোরো মৌসুমে সমলয়ে চাষের জন্য প্রণোদনা দেওয়ার মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রত্যেকটি ব্লকের আয়তন হবে ৫০ একর আর খরচে হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন।