জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন গোলাম মোহাম্মদ কাদের এমপি

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ মঙ্গলবার ২৬ জুলাই দুপুরে গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন গুলশান লেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি মাছের পোনা অবমুক্ত করেন।

এসময় জাতীয় মৎস্যজীবি পার্টি আয়োজিত এক সমাবেশে জাতীয় পার্টি চেয়ারম্যান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দেশের মানুষ আর মেগা প্রকল্প চায় না, দেশের মানুষ চায় খেয়ে পড়ে বাঁচতে। দেশের মানুষ মেগা প্রকল্পের পরিবর্তে স্বল্প খরচে সুচিকিৎসা প্রত্যাশা করে। তিনি বলেন, দেশের মৎস্য উৎপাদনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। সমন্বিত মাছ চাষের মাধ্যমে শুধু মাছের উৎপাদনই বাড়েনি, মৎস্যজীবিদের ভাগ্যের উন্নয়ণেও অসামান্য অবদান রেখেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া,নাজমা আক্তার এমপি, জহিরুল ইসলাম জহির, যুগ্ম মহাসচিব - সৈয়দ মন্জুর হোসেন মন্জু, আশিক আহমেদ,  সম্পাদক মন্ডলী- হেলাল উদ্দিন,  আনোয়ার হোসেন তোতা, আহাদ ইউ চৌধুরী শাহীন,  খোরশেদ আলম খুশু, মিজানুর রহমান মিরু,  আজহারুল ইসলাম সরকার, মাহমুদ আলম, মীর সামসুল আলম লিপটন,  জহিরুল ইসলাম মিন্টু, গুলশান থানার- আব্দুল আজিজ,আব্দুস সাত্তার, শেখ মোঃ নান্নু,  ইন্জিঃ এলাহান উদ্দিন, ওমর আলী খান মান্নাফ, ফজলে এলাহী সোহাগ, আবুল কালাম আজাদ টুলু, ওমর ফারুক, শামিম আহমেদ রিজভী, বাড্ডা থানার- মহিউদ্দিন ফরাজী, এস এম আমিনুল হক সেলিম, মোঃ নজরুল ইসলাম,মোঃ জহিরুল ইসলাম মিন্টু,  যুবনেতা - শেখ সারোয়ার,শাহিদ আলম।