বরিশালে কৃষিতে প্রাইভেট সেক্টর এনগেইজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে কৃষিতে প্রাইভেট সেক্টর এনগেইজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে ইউএসএআইডির অর্থায়নে এবং ইন্টারন্যাশনাশ ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টারের (আইএফডিসি) উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

আইএফডিসি বাংলাদেশের ফিড দ্য ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটির (সিএসএ) চিফ অফ পার্টি ইশরাত জাহাঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু, ডিএই বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান, বিএডিসির যুগ্মœ পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিরিন আক্তার জাহান, সহকারি আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মো. জাকির হোসেন বীজ প্রত্যয়ন, এসআরডিআইর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম আকন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বিনার ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সায়মা খাতুন, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এস. এম. মাহবুব আলম প্রমুখ।

কর্মশালায় বেসরকারী খাত যেন কার্যকরভাবে জলবায়ুসহিষ্ণু কৃষিতে অবদান রাখতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বরিশাল অঞ্চলের সরকারি-বেসরকারি উদ্যোগে পারস্পরিক সহযোগিতা সুযোগগুলোও চিহ্নিত করা হয়।
কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষক এবং কৃষি উপকরণ ব্যবসায়ী মিলে ৮০ জন অংশগ্রহণ করেন।