প্রযুক্তি, পরামর্শ ও সেবা দিয়ে মৎস্য চাষীদের আরো কাছে যেতে চায় ফিসটেক হ্যাচারী লিমিটেড

এগ্রিলাইফ২৪ ডটকম: প্রযুক্তি পরামর্শ ও সেবা দিয়ে মৎস্য চাষীদের আরো কাছে যেতে চায় ফিসটেক হ্যাচারী লিমিটেড। মেলায় তারা প্রদর্শন করছে যুক্তরাষ্ট্রের মিয়ামীর থেকে আমদানি করা প্যারেন্ট স্টক spring genetics এর পোনা। এই পোনা তারা সুলভ মূল্যে সারাদেশের খামারিদের কাছে সরবারাহ করছে।

Fishtech Hatchery Limited-এর ডিরেক্টর মোহাম্মদ তারিক সরকার জানান সবচেয়ে দ্রুত বর্ধনশীল তেলাপিয়া পাওয়া যাচ্ছে ফিসটেক হ্যাচারীতে। চাষপদ্ধতি ভেদে ৬ মাসে ৮০০গ্রাম থেকে ১ কেজি হয় এই তেলাপিয়া মাছ।

উল্লেখ্য, ফিসটেক হ্যাচারী লিমিটেড রাষ্ট্রীয় পদক ন্যাশনাল ফিশারিজ এওয়ার্ড-২০২২ প্রাপ্ত প্রতিষ্ঠান। মেলায় ২ নং হলের ১০৭-১১০ নং বুথে এ ব্যাপারে বিন্তারিত জানা যাবে।