শাজাহানপুরে শেখ রাসেলের জন্মদিন পালন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহিদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সরাসরি বিটিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ মূলক অনুষ্ঠান প্রদর্শন ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী,থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,উপজেলা প্রোগ্রামার মোস্তাফিজুর রহমান,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ প্রমুখ।

এ ছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।উপজেলায় মধ্যে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম কে শ্রেষ্ঠ ল্যাব পুরস্কার প্রদান করেন।

এদিকে শেখ রাসেলের ৬০-তম জন্মদিন জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে ৩৫০ জন গ্রামীণ শিশু শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব মেতে ওঠেন।

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভার:) প্রভাষক সোহরাব হোসেন ছান্নু উদ্যোগে বুধবার সকাল ১০টায় দাড়িগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

শিশুদের মানবিক সত্তায় পরিণত করতে গৌরবান্বিত শেখ রাসেল সম্পর্কে আলোচনা,চিত্র অঙ্কন,প্রতিযোগিতা পুরস্কার বিতরন শেষে উপস্থিত ৩৫০জন শিক্ষার্থীদের খেলনা,চিপস ও বঙ্গবন্ধু-শেখ রাসেল কে নিয়ে সংকলিত বই উপহার দেওয়া হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু সঙ্গের ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম,সহকারী শিক্ষা অফিসার ওয়াহেদুর রহমান,পারভেজ হাসান,খরনা ইউপি সদস্য আব্দুল তালেব,দাড়িগাছা দাখিল মাদ্রাসা সুপার আব্দুর রাজ্জাক,গয়নাকুড়ি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিষী মৈত্রী,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম রানা সহ শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

গ্রামীণ এসব শিশু শিক্ষার্থীরা শেখ রাসেল জন্ম দিনে এমন উপহার পেয়ে উচ্ছাস প্রকাশ করেন।