শাজাহানপুরে প্রশাসনের বাজার মনিটরিং ও জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্যের দাম নিয়ন্ত্রণ ও পাটের ব্যাগ ব্যবহারে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। পাটের ব্যাগের পরিবর্তে কৃত্রিম প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় এসময় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা মাঝিড়া,সি-ব্লক,আড়িয়া বাজারে চলা এই বাজার মনিটরিং ও অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদা খানম।

এসময় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাজার মনিটরিং টিম পেয়াজ, কাঁচা মরিচ, আদা, রসুন,ভোজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর বাজার মূল্য পর্যবেক্ষণ করেন।জনস্বার্থে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাজারে এ অভিযান চালানো হবে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেছেন।

অভিযানে পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন'২০১০ এর ১৪ ধারায় আড়িয়া বাজারে ব্যবসায়ী আব্দুল খালেক,নজরুল ইসলাম ও রেজাউল করিম প্রত্যকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।