রাজশাহীতে রোটারি ক্লাব ও লায়ন্স ক্লাব এর যৌথ উদ্যোগের যাত্রা

এগ্রিলাইফ২৪ ডটকম:রাজশাহীতে রোটারি ক্লাব ও লায়ন্স ক্লাব এর যৌথ উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। এ উপলকেস। আজ শনিবার ( ১৬ সেপ্টেম্বর) রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের আয়োজনে ব্র্যাক, সিনিল ফার্মা, রফিক মেডিসিন, রোটারি ক্লাব অব ঢাকা কাওরান বাজার এবং বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সহযোগীতায় রাজশাহী নারিকেলবাড়ীয়ায় বেসিক এডুকেশন ও লিটারেসি সেমিনার, ভ্যাকসিন ক্যাম্প, ভোকেশনাল ট্রেনিং ও ডেঙ্গু সচেতনতা লিফলেট ও মশারি বিতরণ অনুষ্ঠিত হয়।

রোটারি বেসিক এডুকেশন ও লিটারেসি মাস উপলক্ষে রা. বি. নারিকেলবাড়ীয়া ক্যাম্পাসে সেমিনার ও ব্র্যাক এআইএসপিদের ভোকেশনাল ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন করেন রা. বি. ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন সরদার। ােকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রা.বি. ইন্সটিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিরেক্টর প্রফেসর ড. জাহান আরা খানম, ডিরেক্টর, , রা.বি.। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে রোটারি বেসিক এডুকেশন ও লিটারেসি সম্বন্ধে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটারিয়ান ড. মো: হেমায়েতুল ইসলাম।

অনুষ্ঠানের চেয়ার রোটারিয়ান মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রাজশাহীর সভাপতি লায়ন্স এস এম এ মান্নান, সিনিল ফার্মার সেলস ম্যানেজার ডা. মো: মাহমুদ নেয়াজ, রোটারি ডিস্ট্রিক্ট এর কমিউনিটি ডেভেলপমেন্ট চেয়ার চাটার্ড প্রেসিডেন্ট আহমেদ ফারুক, ব্র্যাক এর ভেটেরিনারি সার্জন ডা. মো: আল হেলাল মন্ডল, লায়ন্স ক্লাব অব রাজশাহী এর সহ সভাপতি লায়ন্স এম এ মালেক, এফ এন্ড এফ ফার্মার আর এস এম জাহিদুল ইসলাম, রফিক মেডিসিন এর মহিরুল ইসলাম রতন, আরসিসি পুকুরিয়া হোপ এর চেয়ারম্যান মিসেস সেলিনা বেগম প্রস্তাবিত নাড়িকেলবাড়ীয়ার সদস্য মো: শফিকুল ইসলাম, লায়ন ড. এসএমএ মান্নান, প্রেসিডেন্ট, লায়ন্স ক্লাব অব রাজশাহী।