জাকস ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করলেন গাক-আরএমটিপি পোল্ট্রি টিম

এগ্রিলাইফ২৪ ডটকম: আজ বৃহস্পতিবার  (১৪ সেপ্টেম্বর) গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি পোল্ট্রি টিমের  লার্নিং শেয়ারিং এর জন্য জাকস ফাউন্ডেশন, জয়পুরহাটে-এর কর্মকান্ড পরিদর্শন করেন।

গাক আরএমটিপি পোল্ট্রি প্রকল্পের ইন্টারভেনশন-১ এ পিকেএসএফ এর সমন্বিত কৃষি ইউনিটের মডেল অনুযায়ী চিকেন কুপ মডেল প্রদর্শনী ২.৩.১২ নং খাতের কর্মকান্ড এবং ইন্টারভেনশন-২ এর পোল্ট্রি ডায়াগনস্টিক ল্যাব এর কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে উক্ত লার্নিং শেয়ারিং ভিজিট সম্পন্ন করা হয়।

জাকস ফাউন্ডেশনের বাস্তবায়িত উক্ত কর্মকান্ডগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের সাথে আলোচনা করে প্রাসঙ্গিক বিষয়ে ধারণা নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) ওবায়দুল ইসলাম, আরএমটিপি পোল্ট্রির প্রকল্প ব্যবস্থাপক ডা. জহুর আলী সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উক্ত লার্নিং শেয়ারিং ভিজিটে গাক আরএমটিপি প্রকল্পের মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার জাওয়াদুল করিম জীসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ মাহবুবুর রহমান, ফারজানা শাওরিন এবং ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার নিহাজুল ইসলাম অংশ নেন।