ফরিদপুর অঞ্চলে কৃষির বিভাগীয় সভা অনুষ্ঠিত

আসাদুল্লাহ: ফরিদপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ জুলাই) নগরীর খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ হারুন-অর- রশীদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ ফরিদপুর অঞ্চল ফরিদপুর।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. সালেহ উদ্দিন, সিএসও, আরআরআরএস, মাদারপিুর। ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক, রাজবাড়ীর উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, মাদারিপুরের উপপরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ, গোপালগঞ্জের উপপরিচালক, আঃ কাদের সরদার হর্টিকালচার সেন্টার ফারিদপুরের উপপরিচালক, মোঃ জসীম উদ্দিন, হর্টিকালচার সেন্টার কাশিয়ানীর উদ্যানতত্ববিদ, জনাব রাকিবুল হাসান।

সভায় ওয়েব পোটাল হালনাগাদ এবং অফিসিয়াল মেইল এবং মোবাইল নম্বর ব্যবহারের উপর জোরদার করতে হবে। এটিআই ফরিদপুরসহ প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সকল অফিসের ফাঁকা পতিত জমির ব্যবহার নিশ্চিত করতে হবে। সভায় ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন।