
কে এস রহমান শফি, সিরাজগঞ্জ থেকে: সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলী ‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কার’ পাওয়ায় কর্মকর্তা ও কর্মচারীরা তাকে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে গতকাল রাতে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয। অতিরিক্ত কৃষি অফিসার এ্যামিলিয়া জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসারের সহধর্মিনী শাহনাজ পারভীন সুইটি ও শারমিন ফারহা অনিক।
অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মিশু আক্তার, বিএডিসি সার ও বীজ এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহব্বত আলম বিদ্যুৎ, বাংলাদেশ সীড এসোসিয়েশন জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম পাপ্পু, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. রেজাউল করিম, উপ সহকারী কৃষি অফিসারদের পক্ষে বিএম সানাউল্লাহ, আবদুল হামিদ খান, মো. বদিওজ্জামান, মো. শফিকুল ইসলাম, মো. হামিদুল ইসলাম, এমরান হোসেন খান, হুমাযূন কবীর, এস এম মেহেদী হাসান প্রমুখ।
এর আগে উপজেলা কৃষি অফিসারকে ফুল ছিটিয়ে ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।



















