আরসিসি বারপাখিয়া গঠন, ভোকেশনাল ট্রেনিং ও বি এল এস মডেল ভেটেরিনারি সেন্টার উদ্বোধন

এগ্রিলাইফ২৪ ডটকম: রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল এর উদ্যোগে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার জিওপাড়া ইউনিয়নের বারপাখিয়া গ্রামের প্রাইমারি স্কুলে প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, পুঠিয়া এর সহযোগিতায় আরসিসি বারপাখিয়া অপরচুনিটি, ভোকেশনাল ট্রেনিং ও বি এল এস মডেল ভেটেরিনারি সেন্টারের উদ্বোধন করা হয়।

বুধবার (১০ই জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ঢাকার পার্স্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল ইসলাম রাউলি । সম্মানিত অতিথি ও ভোকেশনাল ট্রেনার হিসাবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকার রোটারিয়ান সায়েদা গুলরু হাসান, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শিউলি হাসান, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মোঃ মিজানুর রহমান, ডাইরেক্টর রোটারিয়ান ইঞ্জিনিয়ার শরিফুল হক, ডাইরেক্টর রোটারিয়ান ডঃ মোঃ গোলাম মাওলা, রোটারিয়ান নূরে আলম খান পাপ্পু, রোটারিয়ান জামিল হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারিয়ান রফিকুল ইসলাম রিপন। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারপাখিয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা সাজেদা খাতুন, অত্র স্কুলের সভাপতি জাকির হোসেন, গ্রামপ্রধান শ্রী মংলা সরকার, বীরেন্দ্রনাথ এক্স হেডমাস্টার, সুব্রত মন্ডল আরসিসি সভাপতি, বাবুল আক্তার, মজিবুর রহমান, জালাল , মোয়াজ্জেম হোসেন ।

প্রাণিসম্পদ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, পুঠিয়া এর সহযোগিতায় বারপাখিয়া গ্রামে রোটারিয়ান-গ্রামবাসী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। রোটারিয়ান ডক্টর আরিফ প্রাণী সম্পদের কর্মীদের উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে ব্যবসা এবং উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ প্রদান করেন ।